সাহেদুর রহমান মোরশেদ, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম : চট্টগ্রামের রাউজানে আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার আইনজীবী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আইনজীবী সমিতির সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী এডভোকেট আলহাজ্ব নুর আহম্মেদ। সাধারণ সম্পাদক এডভোকেট আলহাজ্ব সৈয়দ গোলাম সরওয়ারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান সহকারী সিনিয়র জজ আদালতের সিনিয়র সহকারী জজ এস. এম মোসলেহ উদ্দিন মিজান। এসময় বক্তব্য রাখেন এডভোকেট সুজিত কুমার সরকার, এডভোকেট সমীর কান্তি ধর, এডভোকেট মোহাম্মদ হারুন রশীদ, এডভোকেট মিসবাহ উদ্দিন মারুফ চৌধুরী, এডভোকেট শাবলু কুমার দে, এডভোকেট লিটন আচার্য, এডভোকেট মোঃ সাইফুল ইসলাম, এডভোকেট নুরুল ইসলাম, এডভোকেট বিটন চক্রবর্তী, এডভোকেট হামেদ হাসান, এডভোকেট সোহেল, এডভোকেট আবদুল জব্বার জনি প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সহকারী জজ এস. এম মোসলেহ উদ্দিন মিজান বলেন, সিয়াম-সাধনা আর আত্মশুদ্ধির মাস পবিত্র মাহে রমজানের শিক্ষা ধারণ করে সুন্দর সমাজ বিনির্মাণে আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। যারা আদালতের দারস্থ হন তারা যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয় সেটি মাথায় রেখে কাজ করতে হবে। তাহলে সমাজের অন্যায়, অসঙ্গতি দূর হয়ে সমাজ সত্যিকার অর্থেই সুন্দর হবে। পরে দোয়া মাহফিলে মোনাজাত করা হয়।