নিজস্ব প্রতিবেদক
পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিশোধিত মূলধন বাড়ানোর জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ রাইট ছাড়তে চায়। রোববার (১৯ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ডিএসই জানিয়েছে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১আর:২ অনুপাতে অর্থাৎ দুটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিটি শেয়ার অভিহিত মূল্যে বা ১০ টাকা করে ইস্যু করা হবে। পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদনের পর কোম্পানিটি এই রাইট শেয়ার ইস্যু করতে পারবে। রাইট শেয়ার ইস্যুর ক্ষেত্রে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেওয়ার জন্য কোম্পানিটি আগামী ২৭ অক্টোবর বিশেষ সাধারণ সভার (ইজিএম) আহ্বান করেছে। ওই দিন সকাল ১০টায় ভার্চ্যুয়ালে ইজিএম অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ অক্টোবর। ডিএসই আরও জানিয়েছে, আজ কোম্পানিটির শেয়ার দামে কোনো সার্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দাম যতখুশি বাড়তে বা কমতে পারবে।