ফরিদ আহমেদ চঞ্চল, শাহজাদপুর প্রতিনিধি
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এ যাত্রা শুরু করেছে শিক্ষার্থীদের নোবেল খ্যাত বিশ্বের সবচেয়ে বড় স্টার্টআপ প্রোগ্রাম হাল্ট প্রাইজ। গত ২৯ আগস্ট ২০২০ শনিবার বিকালে ২০২০-২০২১ সিজনের হাল্ট প্রাইজের অন-ক্যাম্পাস রাউন্ড পরিচালনার জন্য ৪৪ সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদ ঘোষণা করা হয়। কমিটিতে ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন রবীন্দ্র অধ্যয়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এম. এম. এইচ. মাহমুদ। এছাড়াও উপদেষ্টা হিসেবে থাকছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রভাষক নজরুল ইসলাম, রবীন্দ্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান লায়লা ফেরদৌস হিমেল, সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন বাতেন, সংগীত বিভাগের চেয়ারম্যান রওশন আলম এবং ব্যবস্থাপনা অধ্যয়ন বিভাগের প্রভাষক নুসরাত জাহান। হাল্ট প্রাইজ সম্পর্কে জানতে চাওয়া হলে ক্যাম্পাস ডিরেক্টর মাহামুদ বলেন, হাল্ট প্রাইজ মূলত একটি সোশ্যাল বিজনেস কেস কম্পিটিশন। যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা তরুণ শিক্ষার্থীরা তাদের মেধা-মনন ব্যবহার করে একটি সময়োপযোগী ব্যবসায়িক পরিকল্পনা প্রদানের মাধ্যমে বর্তমান বিশ্বের যেকোন সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশ সংক্রান্ত অন্তরায় থেকে পরিত্রাণ পেতে সাহায্য করে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এ হাল্ট প্রাইজের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমাদের লক্ষ্য নভেম্বরের শেষ সপ্তাহের মধ্যে অন ক্যাম্পাস রাউন্ড সমাপ্ত করা। খুব দ্রুতই আমরা টিম রেজিস্ট্রেশনের জন্য আহ্বান করব। করোনা সংকটের জন্য এবারের প্রতিযোগিতার সম্পূর্ণটাই অনলাইনে হওয়ার সম্ভাবনা বেশি। তবে ক্যাম্পাস খুললে আমরা ফাইনাল ও সেমিফাইনাল রাউন্ড বেশ জাঁকজমকপূর্ণভাবেই করার পরিকল্পনা রেখেছি। পরিচালনা পর্ষদে ডেপুটি ডিরেক্টর হিসেবে যুক্ত আছেন রবীন্দ্র অধ্যয়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাদিয়া আফরিন মোহনা এবং চিফ অফ স্টাফ হিসেবে আছেন ব্যবস্থাপনা অধ্যয়ন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শোয়েব আহমেদ। এছাড়া হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস কার্যক্রমকে আরো সক্রিয় করতে পরিচালনা পর্ষদে ১৫টি সেক্টরে যুক্ত হয়েছেন ১৫ জন কোঅর্ডিনেটর এবং ২৬ জন এক্সিকিউটিভ মেম্বার।