রংপুর প্রতিনিধি
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দূর্নীতি, অসাধু সিন্ডিকেট মুক্ত করা ও হয়রানি বন্ধে সম্মিলিত চিকিৎসক সমাজের আন্দোলন এবং অভিযোগের প্রেক্ষিতে গতকাল বুধবার তদন্তে এসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত পরিচালক ডা. আহমেদুল কবীর বলেছেন, রংপুর থেকে শুরু হবে শুদ্ধি অভিযান। অসাধু চক্র বা সিন্ডিকেট যতই শক্তিশালী হোক তাদের কাছে রংপুর মেডিকেল জিম্মি থাকবে না।
উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর রাতে ওই হাসপাতালের চিকিৎসক ডা. রাশেদুল আমীরের মা স্ট্রোক করে গুরুতর অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করার সময় দালাল চক্রের কাছে চরম হয়রানির শিকার হতে হয়। ডাক্তারের মায়ের পরিচয় দেয়ার পরও ঘুষ দিতে হয় রোগীর স্বজনদের। এ ঘটনায় ওই চিকিৎসক লিখিত অভিযোগ করেন। গত ২৫ সেপ্টেম্বর রংপুর মেডিকেল কলেজসহ সম্মিলিত চিকিৎসক সমাজ স্বাস্থ্য সেবা ও শিক্ষার পরিবেশ ফেরার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন। এরকম উত্তপ্ত পরিস্থিতিতে হাসপাতালের পরিচালকসহ ১৯ জনকে শাস্তিমূলক বদলি করা হলেও অনেকে বদলিকৃত স্থানে না গিয়ে অপতৎপরতা শুরু করে।
এ অবস্থায় গতকাল বুধবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তদন্তে এসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এডিজি আরও বলেন, আমরা রংপুরের পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলাম, এখানে এসে অনেক ঘটনা জানতে পেরেছি। দায়ী সকলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তদন্তকালে এডিজি ডা. আহমেদুল কবীর মেডিকেল কলেজের কনফারেন্স রুমে চিকিৎসকদের সাথে মতবিনিময় করেন। এসময় কলেজ অধ্যক্ষ ডা. বিমল চন্দ্র রায়, উপাধ্যক্ষ ডা. মাহাফুজার রহমান, হাসপাতালের পরিচালক ডা. শরিফুল হাসান, সাবেক অধ্যক্ষ ও বিএমএ নেতা ডা. নুরুন্নবী লাইজু, বিএমএ নেতা ডা. মামুনুর রশীদসহ শতাধিক ডাক্তার উপস্থিত ছিলেন।