রংপুর প্রতিনিধি
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, বিভাগের ৮ জেলার মধ্যে গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৮১৪ জনের নমুনা পরীক্ষা করে ৮ জেলায় নতুন করে ২৬৯ জন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এসময়ে রংপুরে ৮৭ জন, দিনাজপুুরে ৬৩ জন, নীলফামারীতে ২৮ জন, পঞ্চগড়ে ২০ জন, লালমনিরহাটে ১৭ জন, ঠাকুরগাঁওয়ে ১৮ জন, গাইবান্ধায় ১৯ জন এবং কুড়িগ্রাম জেলায় ১৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এসময়ে পঞ্চগড় জেলায় ১ জনের মৃত্যু হয়েছে, সুস্থ হয়েছেন ২৬১। এ নিয়ে বিভাগে ৩ লাখ ২৬ হাজার ১৬৮ জনের নমুনা পরীক্ষা করে মোট ৬২ হাজার ৫৬ জন আক্রান্ত হয়েছে। এছাড়া ১ হাজার ২শ’ ৬১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ৫৬ হাজার ১৪২ জন রোগী সুস্থ হয়েছেন। এসময়ে সংক্রমণ দাঁড়িয়েছে ৩৩ দশমিক শূন্য ৫ শতাংশে এবং এ পর্যন্ত মোট সংক্রমণ দাঁড়িয়েছে ১৯ দশমিক শূন্য ৩ শতাংশে। এছাড়া সুস্থতার হার ৯০ দশমিক ৪৭ শতাংশ এবং মৃত্যুর হার ২ দশমিক শূন্য ৩ শতাংশ।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত দিনাজপুুর জেলায় ১৬ হাজার ৪১৭ জন আক্রান্ত ও ৩৩৬ জনের মৃত্যু হয়েছে। রংপুর জেলায় ১৪ হাজার ৩ শ’ ৩৯৭ জন আক্রান্ত ও ২৯৫ জনের মৃত্যু হয়েছে। ঠাকুরগাঁও জেলায় ৮ হাজার ৪শ’ ৩৬ জন আক্রান্ত ও ২৫৬ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ৫ হাজার ৩শ’ ৩৮ জন আক্রান্ত ও ৬৩ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ৫ হাজার ২শ’ ৯ জন অক্রান্ত ও ৯০ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ৪ হাজার ৮শ’ ৮৭ জন আক্রান্ত ও ৬৯ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ৩ হাজার ১শ’ ১৭ জন আক্রান্ত ও ৭০ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ৪ হাজার ২শ’ ৫৫ জন আক্রান্ত এবং ৮২ জনের মৃত্যু হয়েছে।
রংপুর বিভাগীয় পরিচালক ডাক্তার আবু জাকিরুল ইসলাম জানিয়েছেন, জনগণকে টিকার আওতায় আনতে হবে। বর্তমানে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন এবং করোনার ঊর্ধ্বমুখী পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মানতে হবে।