লাইফস্টাইল ডেস্ক
খুশকির উপদ্রব কমাতে নির্দিষ্ট কিছু তেল বেশ কাজে আসে। এসব তেল যেমন মাথার ত্বক ময়েশ্চারাইজ করতে সাহায্য করে, তেমনি এতে থাকা অ্যান্টি-ফাঙ্গাল ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান খুশকির জন্য দায়ী ব্যাকটেরিয়া দূর করে। নিয়মিত তেলগুলো ব্যবহার করলে কমবে মাথার ত্বকের চুলকানিও। টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন জানাচ্ছে এমন কিছু তেলের সন্ধান।
টি ট্রি অয়েল নিয়মিত ব্যবহার করলে দূর হবে খুশকি। এতে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান খুশকির পাশাপাশি মাথার ত্বকের চুলকানি দূর করতেও সক্ষম।
প্রাকৃতিকভাবে চুল ময়েশ্চারাইজ করে নারিকেলের তেল। মাথার ত্বক হাইড্রেট রেখে খুশকি দূর করতে সাহায্য করে এই তেল।
খুশকির জন্য দায়ী জীবাণু দূর করতে বেশ কার্যকর নিম অয়েল। চুলে নিয়মিত ব্যবহার করলে কমবে চুল পড়াও।
ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ ক্যাস্টর অয়েল ব্যবহার করতে পারেন চুলে। খুশকি তো দূর হবেই, পাশাপাশি নতুন চুল গজাবে।
অলিভ অয়েলে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান চুল রাখে স্বাস্থ্যোজ্জ্বল। নিয়মিত ব্যবহারে কমবে খুশকিও।
ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ জোজোবা অয়েল ব্যবহার করতে পারেন খুশকি দূর করার জন্য।
খুশকি ও মাথার ত্বকের চুলকানি দূর করতে ল্যাভেন্ডার অয়েলের জুড়ি নেই।