আন্তর্জাতিক ডেস্ক
উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া একটি যুগান্তকারী চুক্তি করেছে। এই চুক্তির আওতায় ওয়াশিংটন পর্যায়ক্রমে দক্ষিণ কোরিয়ায় মার্কিন পরমাণু-সজ্জিত সাবমেরিন মোতায়েন করতে এবং সিউলকে তার পারমাণবিক পরিকল্পনা কার্যক্রমে যুক্ত করতে সম্মত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে দক্ষিণ কোরিয়া নিজেদের জন্য পারমাণবিক অস্ত্র তৈরি না করতে সম্মত হয়েছে।
‘ওয়াশিংটন ঘোষণা’ নামে চুক্তিটি উত্তর কোরিয়ার আক্রমণ প্রতিরোধে মিত্রদের সহযোগিতাকে শক্তিশালী করবে বলে জানিয়েছেন জো বাইডেন। উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি উভয়পক্ষের মধ্যেই উদ্বেগ বাড়ছে। পিয়ংইয়ং কৌশলগত পারমাণবিক অস্ত্র তৈরি করছে, যা দক্ষিণ কোরিয়াকে লক্ষ্যবস্তু করতে পারে। তার দূরপাল্লার অস্ত্রগুলো মার্কিন মূল ভূখন্ডেও পৌঁছাতে পারে। মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তার মতে, নতুন চুক্তিটি বেশ কয়েক মাস ধরে চলা আলোচনার ফলাফল।
পারমাণবিক পরিকল্পনার বিষয়ে আলোচনার জন্য উভয়পক্ষ একটি পারমাণবিক পরামর্শক গ্রুপও তৈরি করবে।
সূত্র- বিবিসি