আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর আঘাতে কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছে। এর মধ্যে ১২ জনই মিসৌরি অঙ্গরাজ্যের। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের বেশ কিছু অঙ্গরাজ্যের ওপর দিয়ে বয়ে গেছে টর্নেডো। শক্তিশালী ঝড়ের আঘাতে বিভিন্ন স্থানে বাড়ি-ঘর ভেঙে পড়েছে এবং গাড়ি উল্টে গেছে। খবর বিবিসির।
কানসাস অঙ্গরাজ্যে টর্নেডোর আঘাতে কমপক্ষে আটজন নিহত হয়েছে। এছাড়া সেখানে ধুলোঝড়ের প্রভাবে ৫৫টির বেশি গাড়িতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় মিশিগান, মিসৌরি এবং ইলিনয়সহ পাঁচটি অঙ্গরাজ্যে দেড় লাখের বেশি স্থাপনা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। মিসিসিপির মধ্যাঞ্চল, পূর্ব লুইসিয়ানা, পশ্চিম টেনেসি আলাবামার বিভিন্ন অংশ এবং আরকানসাস অঙ্গরাজ্যে আকস্মিক বন্যার বিষয়ে সতর্ক করা হয়েছে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, আকস্মিক বন্যা পরিস্থিতি ভয়াবহ হতে পারে। মিসৌরির গভর্নর মাইক কেহো বলেছেন, ওই অঙ্গরাজ্য প্রচন্ড ঝড় এবং টর্নেডোর কারণে বিধ্বস্ত হয়ে পড়েছে। সেখানে ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে এবং প্রাণহানি ঘটেছে।
মিসৌরি অঙ্গরাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী ২৫টি কাউন্টিতে এখন পর্যন্ত ১৯টি টর্নেডো আঘাত হেনেছে।
এদিকে আরকানসাস অঙ্গরাজ্যে তিনজনের মৃত্যু হয়েছে এবং ২৯ জন আহত হয়েছে। ওই অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করেছেন গভর্নর সারাহ হুকাবি স্যান্ডার্স। জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্পও জরুরি অবস্থা ঘোষণা করেছেন। অন্যদিকে ওকলাহোমার গভর্নর কেভিন স্টিট ওই অঙ্গরাজ্যে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।