যশোর প্রতিনিধি : জাগ্রত যশোর যুব মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা এবং জাগ্রত যশোর সমাজকল্যাণ সংস্থার যৌথ পরিচালনায় শুরু হতে যাচ্ছে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান ‘আলোর দিশারী পাঠশালা’।
জাগ্রত যশোর যুব মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা এবং জাগ্রত যশোর সমাজকল্যান সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ফারজানা ইয়াসমিন বলেন, সমাজের পিছিয়ে পড়া, হতদরিদ্র, অসহায়, যাদের অনেকেরই মা-বাবা ফেলে রেখে অন্যত্র চলে গেছে, কারোর মা নেই, কারোর বাবা নেই, অভিভাবকদের মধ্যে অনেকেই অন্যের বাড়িতে ঝি এর কাজ করে, কেউ কেউ ভ্যান চালক, বাস-ট্রাকের হেলপার, মিস্ত্রী, তাদের ঘরে ঠিকমত খাবার থাকে না, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করার জন্য হাতে নগদ অর্থ নেই তারা একরকম অসহায়ত্বের জীবনযাপন করে। এরকম পরিবারের শিশুরা পড়াশোনার স্বপ্ন দেখেনি কখনো। একটু চলার মত বড় হলেই শিশুশ্রমে নিয়োজিত হয়। সে সকল শিশুদের মাঝে শিক্ষার আলো পৌঁছে দেওয়াই আমাদের একান্ত কাম্য। সমাজের বিত্তবান, হৃদয়বান আমাদের মানবিক কাজে এগিয়ে আসলে জাতি ও সমাজের অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সুবিধা হবে।