এম এ রহমান, যশোর প্রতিনিধি : কোটা সংস্কার আন্দোলন ও কারফিউ চলাকালে যশোর ভিসা সেন্টারের কার্যক্রম বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে। গতকাল কার্যক্রম শুরুর পর ভিসা প্রাপ্তির কাগজপত্র জমা দিতে যশোরসহ অন্য জেলার মানুষজন সেন্টারটিতে ভিড় করেন। কোনো রকম ভোগান্তি ছাড়াই এদিন কাগজপত্র জমা দেন তারা।
ভিসা সেন্টার সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, যাদের কাগজপত্র জমা হয়নি মেসেজের মাধ্যমে তাদের তারিখ জানিয়ে দেয়া হবে। যশোর ভিসা সেন্টারে খুলনা বিভাগের ৮ জেলার মানুষকে ভিসা দেয়া হয়। গত সপ্তাহে শিক্ষার্থীদের কোটা আন্দোলন ও সাধারণ ছুটি থাকায় দেশের অন্য অফিসের মতো যশোরের ভিসা সেন্টার বন্ধ ছিল। দেশে স্থিতিশীল পরিস্থিতির কারণে অনেকে ভিসার আবেদন করার পরও কাগজপত্র জমা দিতে পারেনি। গতকাল ভিসা সেন্টারে এসে তারা লাইনে দাঁড়িয়ে কাগজপত্র জমা দিয়েছেন।
যশোর শহরের বকচর এলাকার আঃ সবুর বেলা ১২টায় ভিসা সেন্টারে কাগজপত্র জমা দিতে আসেন। তিনি বলেন, দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে ভিসা সেন্টার বন্ধ থাকায় কাগজপত্র জমা দিতে পারেনি। ‘মেসেজের’ মাধ্যমে জমা দেয়ার তারিখ জানতে পেরে আজ কাগজপত্র জমা দিতে এসেছি। আধা ঘন্টার একটু বেশি সময় লাইনে দাঁড়িয়ে থেকে কাগজপত্র জমা দিলাম। এর আগে এত বেশি ভিড় হতো যে দিন পার হয়ে গেলেও অনেকে কাগজপত্র জমা দিতে না পেরে ফিরে যেতো। আজকে তেমন ভিড় হয়নি বললে চলে। একই কথা বলেন জীবননগরের ফয়সল নামে আরেক ব্যক্তি।
ভিসা অফিসের কর্মকর্তা জানান, খুলনা বিভাগের খুলনা ও সাতক্ষীরা জেলা বাদে বাকি ৮ জেলার মানুষজনকে এই সেন্টার থেকে ভিসা দেয়া হয়। যাদের কাগজপত্র জমা হয়নি তাদের মেসেজ দিয়ে ডাকা হয়েছে। মেসেজে পেয়ে ভিসা নেয়ার কাগজপত্র জমা দিতে এসেছে তারা। দুর্ভোগ পোহাতে হয়নি ভিড় কম থাকায়।