স্পোর্টস ডেস্ক: ষষ্ঠ রাউন্ড থেকে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ হওয়ার কথা। এই ভেন্যুর দুই স্বাগতিক মোহামেডান ও চট্টগ্রাম আবাহনী। ঢাকা মোহামেডানের এই ভেন্যুতে খেলার কথা ছিল শেখ জামাল ধানমন্ডির সঙ্গে, আর চট্টগ্রাম আবাহনীর ঢাকা আবহানীর বিরুদ্ধে। কুমিল্লা স্টেডিয়াম এখনো পুরোপুরি প্রস্তুত না হওয়ায় সামনের রাউন্ডে কুমিল্লা ভেন্যুতে খেলা হচ্ছে না।
আজ বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী স্বাক্ষরিত চিঠি সংশ্লিষ্ট চার ক্লাব ও স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি ঢাকা মোহামেডান কুমিল্লার পরিবর্তে শেখ জামালের সঙ্গে খেলবে মুন্সিগঞ্জে।
এর পরের দিন ১ মার্চ চট্টগ্রাম আবাহনী খেলবে ঢাকা আবাহনীর বিপক্ষে সিলেট স্টেডিয়ামে। ঢাকা মোহামেডান ও চট্টগ্রাম আবাহনীর হোম ভেন্যু প্রস্তুত না হওয়ায় তারা এই পর্বে এই দু’টি ম্যাচ অ্যাওয়ে খেলছে। প্রতিপক্ষ দুই দলই এতে সম্মতি দিয়েছে।
সম্প্রতি কুমিল্লা স্টেডিয়ামে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সেই টুর্নামেন্ট সমাপ্ত হলেও এখনো লিগ আয়োজনের জন্য মাঠ পুরোপুরি প্রস্তুত নয়। তাই বাফুফে ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে সামনের রাউন্ডে কুমিল্লা ভেন্যুতে খেলা রাখছে না।