মোরেলগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির বাগেরহাট ইউনিটের উদ্যোগে উপকূলীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মসূচির আওতায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ ইউনিয়নে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত এবং ধর্মীয় নেতৃবৃন্দ নিয়ে দুর্যোগ সম্পর্কিত ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
রবিবার (২৬ নভেম্বর) সকাল ১০ টায় পঞ্চকরণ ইউনিয়ন পরিষদ হলরুমে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রেডক্রিসেন্ট বাগেরহাট ইউনিটের এ্যসিসট্যান্ট প্রোগ্রাম অফিসার মোঃ সাদিদ হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চকরণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার।
সভাপতি হিসেবে ছিলেন স্থানীয় ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুস সোবহান মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বাগেরহাট জেলার ইউনিট লেভেল অফিসার মোঃ হান্নান, ফিল্ড
কো-অর্ডিনেটর মোঃ নাজমুল আলম, পিও মোহাম্মদ সুলতান মাহমুদ, ফাইনান্স এন্ড এডমিন অফিসার মাসুম আহমেদ,
বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ইমাম ও মোয়াজ্জেম ও পুরোহিতবৃন্দ উপস্থিত ছিলেন প্রমুখ।