বগুড়া প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জের মোকামতলা টু শংকরপুর রাস্তায় ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ। রাস্তায় স্থাপন করা বাক্স কালভার্টের পাটাতন উঠে যাওয়ায় মরন ফাঁদে পরিণত হয়েছে রাস্তাটি। যেকোন সময় ঘটতে পারে দুর্ঘটনা।
স্থানীয়রা জানান, শংকরপুর উত্তরপাড়া রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করে। রাস্তাটি বগুড়া-রংপুর মহাসড়কের সঙ্গে মোকামতলা ইউনিয়নের মালিপাড়া ও পালপাড়া হয়ে সাতানা রাস্তার সাথে সংযোগ স্থাপন করেছে। গত এক মাস যাবৎ এই রাস্তার মোকামতলা টু রংপুর মহাসড়ক থেকে ৩শ মিটার পূর্বে অবস্থিত বক্স কালভার্টটির ঢালাই উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। কিন্তু আজ অবধি জনগুরুত্বপূর্ণ এই রাস্তার কালভার্টটি মেরামতের কোন উদ্যোগ নেয়া হয়নি। এতে চরম ঝুঁকি নিয়ে চলচল করতে হচ্ছে মানুষদের।
এ ব্যাপারে শংকরপুর গ্রামের কলেজ ছাত্র আবরার হামিম সৌরভ জানান, এই রাস্তা দিয়ে বিভিন্ন শ্রেণি পেশার শত শত মানুষ প্রতিনিয়ত যাতায়াত করে। মাসখানিক আগে বক্স কালভার্টের ঢালাই ভেঙে রড বের হয়ে আছে। এতে মারাত্মক ঝুঁকি নিয়ে আমরা যাতায়াত করছি।
ব্যবসায়ী বকুল মিয়া জানান, দিনের বেলা দেখেশুনে চলাচল করা গেলেও রাতে এ রাস্তা দিয়ে চলাচল করা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে অপরিচিতদের জন্য আরও বেশি ঝুঁকির। আমরা অতি দ্রুত এই বক্স কালভার্টটি সংস্কারের দাবি জানাই।
শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম জানান, জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটির ব্যাপারে খোঁজ নিবো। সেইসাথে বক্স কালভার্টটি দ্রুত সংস্কারের জন্য ব্যবস্থা করা হবে।