ক্রীড়া ডেস্ক
বর্তমান ফুটবল বিশ্বের উজ্জ্বল দুই নক্ষত্রের নাম লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। এই খেলোয়াড়দ্বয় গত এক যুগেরও বেশি সময় ধরে ফুটবল নৈপুণ্যে নিজ নিজ ক্লাবকে দিয়ে যাচ্ছেন একের পর এক ট্রফি। ফলে তাদের ব্যতিরেকে বিশ্বমঞ্চের কোনো বড় আসরের ফাইনাল-সেমি ফাইনাল কল্পনা করা ভার। কিন্তু চ্যাম্পিয়নস লিগের এবারের আসরের সেমিফাইনাল কিংবা ফাইনালে থাকছেন না এই দুই মহারাজা। দীর্ঘ ১৫ বছর পর এমনটি দেখতে যাচ্ছে ফুটবল বিশ্ব। গত ১৪ আগস্ট রাতে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে হেরে উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নেয় স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। লিওনেল মেসির দল শেষ আট থেকে বিদায় নিলো লা লিগার মতোই। এর আগে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাসও। ফলে এবারের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে মেসি ও রোনালদোকে ছাড়াই। ১৫ বছর আগে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল মেসি ও রোনালদোকে ছাড়া। ২০০৫-০৬ মৌসুমে বর্তমান ফুটবলের দুই সেরা খেলোয়াড় মেসি ও রোনালদোকে ছাড়াই প্রতিযোগিতার সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। অবশ্য ২০০৫-০৬ মৌসুমে কোয়ার্টার ফাইনালে ইনজুরিতে পড়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল ও ফাইনাল খেলতে পারেননি মেসি। আর ওই আসরে আর্সেনালকে হারিয়ে শিরোপা জিতেছিল বার্সেলোনা। অন্যদিকে রোনালদোর দল ম্যানচেস্টার ইউনাইটেড গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছিল। সেই মৌসুমের পর কোনো না কোনো আসরের সেমিতে ও ফাইনালে ছিলেন মেসি বা রোনালদো। এদিকে আগামী বুধবার রাতে প্রথম সেমিফাইনালে লিপজিগের মুখোমুখি হবে প্যারিস সেন্ট জার্মেই। আর বৃহস্পতিবার রাতে বায়ার্নের মুখোমুখি হবে লিও। ম্যাচ দুটি হবে বাংলাদেশ সময় রাত ১টায়।