নিজস্ব প্রতিবেদক
গতকাল মঙ্গলবার উপজেলা কৃষি অফিস কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মুন্সীগঞ্জ সদর এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২১-২২ অর্থবছরে খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির ২০২২-২৩ আওতায় সদর উপজেলার ৫৫০ জন কৃষক-কৃষাণীর মাঝে উফশী আউশ ধান বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযাদ্ধা আনিছ উজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ সদরের উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাবিবা নাসরীন। সভাপতিত্ব করেন হোসাইন মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-জুনায়েদ। উপজেলার মুন্সীগঞ্জ পৌরসভার ১০০ জন, মিরকাদিম পৌরসভার ১০ জন, চরকেওয়ার ইউনিয়নের ৬০ জন, শিলই ইউনিয়নের ২০০ জন এবং বাংলাবাজার ইউনিয়নের ১৮০ জনসহ মোট ৫৫০ জন কৃষক-কৃষাণীর মাঝে ৫ কেজি আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি এবং ১০ কেজি করে এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।