বাজারের পাশের একটি পুকুর থেকে পানির ব্যবস্থা করতে পারায় দ্রুত আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়
নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ শহরের বড় বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল সোমবার দুপুর সোয়া ১২টার দিকে বাজারের দক্ষিণ পাশের একটি হার্ডওয়্যারের দোকানে আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, খন্দকার হার্ডওয়্যারের দোকানে প্রথম আগুন লাগে। পরে সে আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও কয়েকটি প্রতিষ্ঠানে। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ইউনিট। এদিকে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় অল্পের জন্য রক্ষা পেলো বাজারের শতাধিক দোকানপাট।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কার্যালয়ের ইনচার্জ আবু ইউসুফ জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে তাদের ইউনিট। বাজারের পাশের একটি পুকুর থেকে পানির ব্যবস্থা করতে পারায় দ্রুত আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয় বলে জানান তিনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলেও ক্ষতির পরিমাণ খুব বেশি নয় বলে জানান তিনি।