এম জামাল হোসেন মন্ডল, মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আব্দুল হান্নানের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে সমিতির ভবনে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ জাকারিয়া মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ পারভেজ আলম এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফাইজুন্নেসা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ খালেদা ইয়াসমিন ঊর্মি, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ডঃ মোঃ আলমগীর, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান।
এসময় বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সলিল সরকার, সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান, অ্যাডভোকেট নাসিরুজ্জামান খান, সিনিয়র আইনজীবী সমীর রঞ্জন দাস, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশলী জিপি অ্যাডভোকেট তোতা মিয়া, একই আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হালিম হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ঢালী, সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট এমারত হোসেন, অ্যাডভোকেট রোজিনা ইয়াসমিন, এডভোকেট শাহীন মোহাম্মদ আমানুল্লাহ প্রধান, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম পল্টু, অ্যাডভোকেট আলমগীর কবির, সিনিয়র আইনজীবী আশরাফুল ইসলাম, অ্যাডভোকেট হান্নান মিয়া জুয়েল, অ্যাডভোকেট সুমন সরদার প্রমুখ। এসময় আদালতের অন্যান্য বিচারকগণ ও সমিতির অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।