নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের জেলা তথ্য অফিসের উদ্যোগে মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল বুধবার ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ৪র্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয়’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোঃ আল জুনায়েদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শীলু রায়। এসময় কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস।
এসময় প্রধান অতিথি জেলা প্রশাসক শীলু রায় তার বক্তব্যে বলেন, আমাদের সকলের চেষ্টা সাধনায় এ দেশ হোক স্মার্ট বাংলাদেশ। আমাদের এ দেশের সকল মানবশিশুকে সুন্দর পরিবেশে যথোপযুক্ত ও আধুনিক শিক্ষাক্রমের মাধ্যমে গুণগত শিক্ষায় দেশপ্রেমিক, দক্ষ, দূরদৃষ্টিসম্পন্ন, কর্মঠ মানবসম্পদ তৈরির মাধ্যমে যাতে ৪র্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারি, সেজন্য সকলের সহযোগিতা একান্ত কাম্য।