নিজস্ব প্রতিবেদক
টানা দুইদিন ধরে মুন্সীগঞ্জ জেলায় সূর্যের আলো দেখা যাচ্ছে না। সন্ধ্যা হলে কুয়াশার সঙ্গে শিশির পড়তে দেখা যায়। ভোর থেকে কুয়াশায় ঢেকে গেছে পুরো মুন্সীগঞ্জ। বৃষ্টির মত শিশির পড়ে। অধিকাংশ মানুষ প্রয়োজন ছাড়া ঘর হতে বাহির হচ্ছে না। সারাদিন জেলার কোথাও সূর্যের আলো দেখা যায়নি। বেলা যত বাড়ছে ঠান্ডা তত বাড়ছে। বাহিরে কেউ বের হতে পারছে না। গতকাল শনিবার সকাল থেকে জীবন-জীবিকার তাগিদে নিম্নআয়ের মানুষেরা বের হলেও অতিরিক্ত ঠান্ডার কারণে কাজ করতে খুবই কষ্ট হচ্ছে তাদের। বর্তমানে মুন্সীগঞ্জের মানুষ অতিরিক্ত ঠান্ডায় জবুথবু অবস্থায় রয়েছে।
পৌরসভার বাসিন্দা আলমগীর হোসেন জানান, ঘন কুয়াশা এবং অতিরিক্ত ঠান্ডার কারণে সাধারণ মানুষ কর্মে বের হতে পারেনি। শহরের মার্কেটগুলোতে তেমন কোন ক্রেতা নেই। ক্রেতাশূন্য বাজারই বলা চলে মুন্সীগঞ্জের শহরে। আগুন জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা করছেন অধিকাংশ জায়গায়। আধারা, আলির টেক, বকচর, দিঘীরপাড়, লৌহজং কলমা, ডহুরী এলাকায় রীতিমত শীতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। বেলা যত বাড়ছে অতিরিক্ত ঠান্ডা এবং ঘন কুয়াশা তত বাড়ছে। কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও ঠান্ডায় ক্লাস বর্জন করে গরম খাবারের আয়োজন করেছে, যাতে করে ঠান্ডার তীব্রতা থেকে বাঁচা যায়। পাঁচ চর এলাকার গরীব কৃষক ও দিনমজুর মানুষ এই শীতে মানবেতর জীবনযাপন করছে। সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান অসহায় মানুষগুলো।
বাংলাবাজারের ভ্যান চালক রাজ্জাক জানান, কুয়াশা এবং অতিরিক্ত ঠান্ডার কারণে অনেকেই ভ্যান নিয়ে বসে আছি। কোন মালামাল ডেলিভারী নেই। মার্কেটে কোন মানুষজনই নেই। ফলে কাজকর্মও করতে পারছি না ঠান্ডায়।
এ ব্যাপারে স্বাস্থ্য কর্মকর্তা জানান, অতিরিক্ত ঠান্ডার কারণে হার্ট অ্যাটাক, স্ট্রোক, ডায়রিয়া, নিউমোনিয়া, অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্টের রোগী বেড়ে গেছে। বর্তমানে সদর হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা অনেক বেশি।