নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে র্যাবের অভিযানে জ¦ালানি তেল চোরচক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রবিবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম ও স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ আবু ছালেহ এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল মুন্সীগঞ্জের লৌহজংয়ের রানীগাঁও গ্রামে স্পীড বোট ঘাটের উত্তর পূর্ব কোনে মোবারক হোসেনের টিনের ঘরের ভিতরে অভিযান চালিয়ে চোরাই জ¦ালানি তেলসহ চোরচক্রের ৪ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ নান্টু (৩৮), পিতা- মৃত দুলাল উদ্দিন ফকির ২। মোঃ শাহজাহান (৪৫), পিতা- ফজলুল হক ৩। চাঁন মিয়া (৪৫), পিতা- জালাল উদ্দিন ফকির, ৪। মোঃ সুজন (৩০), পিতা- খোকা শেখ। তারা সকলেই লৌহজংয়ের বাসিন্দা। এসময় তাদের কাছ থেকে ১০,৮০০ লিটার জ¦ালানি তেল অকটেন, ৮০০ লিটার ডিজেল, ৭৫ লিটার মবিল এবং নগদ ৫৩ হাজার টাকা উদ্ধার করা হয়। উল্লেখ্য, উদ্ধারকৃত চোরাই জ¦ালানি তেলের (অকটেন, ডিজেল ও মবিল) আনুমানিক বাজারমূল্য ১০,৩৬,৬০০/- (দশ লক্ষ ছত্রিশ হাজার ছয়শত) টাকা প্রায়। আসামীদের কাছে উক্ত তেলের (ডিজেল, অকটেন ও মবিল) বাজারজাতকরণের বৈধ কাগজপত্র দেখতে চাইলে তারা কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন যাবৎ চোরাই তেল (ডিজেল, অকটেন ও মবিল) মজুদ রেখে কেনাবেচা করে আসছিল। তাদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানায় চোরাই তেল গোপনে মজুদ রেখে কেনাবেচা করার অপরাধে দন্ডবিধি আইনে মামলা রুজু করা হয়েছে।