নিজস্ব প্রতিবেদক
‘এখনই সময় অঙ্গীকার করার, যক্ষামুক্ত বাংলাদেশ গড়ার’ – এই শ্লোগান নিয়ে মুন্সীগঞ্জে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) এর সুশীল সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে যক্ষা ছড়াতে পারে এমন সব তথ্য তুলে ধরে আলোচকরা বলেন, ফুসফুসে যক্ষায় আক্রান্ত রোগীর কফ, হাঁচি, কাশি ও কথা বলার মাধ্যমে যক্ষার জীবাণু পরিবেশে ছড়ায়। উক্ত জীবাণু বায়ুতে ভাসতে থাকে। ভাসমান জীবাণু সুস্থ মানুষের দেহে প্রবেশ করে যক্ষা রোগের বিস্তার ঘটায়। বিশেষ করে ফুসফুসের যক্ষায় আক্রান্ত রোগীর নিকটবর্তী ব্যক্তিবর্গের যক্ষা রোগে আক্রান্ত হওয়ার সম্ভবনা বেশী রয়েছে। তাই যক্ষা নিরোধ ও এর প্রতিকার নিয়ে আলোচনা করা হয়। এসময় যক্ষা হলে তার লক্ষণের মধ্যে এক নাগাড়ে দুই সপ্তাহ বা তার অধিক সময় ধরে কাশি, বিকেলের দিকে অল্প জ্বর এবং রাতে শরীরে ঘেমে জ্বর ছেড়ে যাওয়া, খাবারে অরুচি, ওজন কমে যাওয়া, শরীর দিনে দিনে দুর্বল হওয়া, কাশির সাথে রক্ত যাওয়াসহ বিভিন্ন উপসর্গ তুলে ধরা হয় এবং এসব উপসর্গ দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেয়ার পরামর্শ দেয়া হয়। সভায় নাটাবের মুন্সীগঞ্জ জেলা সভাপতি শাহজালাল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড. লাবলু মোল্লার সঞ্চালনায় যক্ষা নিরোধ বিষয় আলোচনা করেন ডাঃ দেবরাজ মালেকার, নাটাবের ম্যানেজার বিপ্লব হাওলাদার, সাংবাদিক এ্যাড. সেতু ইসলাম, জেলা কারাগার জামে মসজিদের পেশ ঈমাম মুফতি হাফিজুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কে এম সাইফুল্লাহ ভূইয়া, মুন্সীগঞ্জের কাগজের চীফ রিপোর্টার মাসুদ রানাসহ স্থানীয় আইনজীবী ও তাদের সহকারীগণ উপস্থিত ছিলেন। এসময় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।