নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। গত মঙ্গলবার রাত ১২টার দিকে মুন্সীগঞ্জের মুক্তারপুর এলাকায় বিসিক শিল্প নগরীর রাস্তার পাশের একটি মার্কেটে ভয়াবহ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানা গেছে, সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুরের বিসিক শিল্প নগরীর রাস্তার পাশের একটি মার্কেটের ব্যবসায়ীরা রাত সাড়ে ১১টার মধ্যে তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি চলে যান। আকস্মিক রাত ১২টার দিকে ওই ব্যবসায়ীরা বিভিন্ন লোকজনের মাধ্যমে খবর পায় তাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ আগুন লেগেছে। এদিকে এ ঘটনার খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ আনেন। এর মধ্যেই মার্কেটের ৪টি প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। আগুনের দূর্ঘটনায় ওই মার্কেটের মেসার্স মাদবর এন্ড সন্স, জুম্মন ট্রেডার্স, ধলেশ্বরী ট্রান্সপোর্ট ও নূর মাদবর নামের একটি ফুচকার ব্যবসা মালামালসহ টিনশেডের প্রতিষ্ঠান পুরোটা ভস্মীভূত হয়।
আগুনে ক্ষতিগ্রস্ত মেসার্স মাদবর এন্ড সন্স ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মোঃ তোফাজ্জল হোসেন বলেন, আমার স্যানেটারি ব্যবসা প্রতিষ্ঠান। রাত সাড়ে ১০টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি চলে যাই। রাত ১২টার দিকে খবর পেয়েছি আমার ব্যবসা প্রতিষ্ঠানসহ পাশের আরো ৩টি প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। মোঃ তোফাজ্জ্বল হোসেন আরো বলেন, আগুনে পুড়ে যাওয়া ৪টি ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি প্রায় ৮০ লাখ টাকার মতো হবে।
অপরদিকে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার আবু ইউসুফ এ বিষয়ে বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ভয়াবহ আগুন লাগার সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে। তিনি আরো বলেন, এ দূর্ঘটনায় ক্ষয়-ক্ষতির হিসেবের তালিকা করা হচ্ছে।
এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন।