নিজস্ব প্রতিবেদক
‘দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সম্পদ দুইই-মিলে’ – এই স্লোগানে মুন্সীগঞ্জে সেমিনার ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। অভিবাসন প্রক্রিয়া প্রসারিত, সহজ, নিরাপদ ও সুশৃঙ্খল করণার্থে ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক সেমিনার গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়। টঙ্গীবাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এর আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে প্রধান অতিথি হিসাবে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি। টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জগলুল হালদার ভূতু, ভাইস-চেয়ারম্যান নাহিদ খান, মহিলা ভাইস-চেয়ারম্যান এড. নাসিমা আক্তারসহ অনেকে। সেমিনারে দক্ষতা অর্জনের মাধ্যমে বৈধ পথে বৈদেশিক কর্মসংস্থানের সুবিধা ও সমস্যার নানা বিষয় আলোচনা করে সবাইকে দক্ষ হয়ে বিদেশ গমনে আহ্বান জানান বক্তারা।