নিজস্ব প্রতিবেদক
‘পরিবর্তনশীল আগামীর জন্য দক্ষতা’ -প্রতিপাদ্যে মুন্সীগঞ্জে বিশ্ব যুব দক্ষতা দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মুন্সীগঞ্জের আয়োজনে লোহারপুলস্থ কার্যালয়ে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, আগামীর স্মার্ট বাংলাদেশের জন্য দক্ষ মানবসম্পদ প্রস্তুত করতে হবে। সেলক্ষ্যে যুবকদের মাঝে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করে উৎসাহ বৃদ্ধি করা গেলে কাক্সিক্ষত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তারাও সহায়ক ভূমিকা পালন করবে।
এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার শামিম মিঞা। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মুন্সীগঞ্জের অধ্যক্ষ শাহনাজ আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, দৈনিক সভ্যতার আলোর সম্পাদক মীর নাসির উদ্দিন উজ্জ্বল, অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম-ওকাপের মাঠ কর্মকর্তা ইউজিন ম্রং, স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক ও বিভিন্ন কোর্সে ভর্তিরত প্রশিক্ষণার্থীরা।