স্মার্ট ডিভাইসে আসক্ত না হয়ে খেলাধুলায় অংশগ্রহণ করুন : জেলা প্রশাসক মোঃ আবুজাফর রিপন
নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের বালক অনূর্ধ্ব ১৭ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে মুন্সীগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করে মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়ন বনাম চরকেওয়ার ইউনিয়ন। দুই দলের আক্রমণ ও পাল্টা আক্রমণের মধ্য দিয়ে আধারা ইউনিয়ন বনাম চরকেওয়ার ইউনিয়নের ১-১ গোলে খেলার ড্র হয়। পরে খেলা ট্রাইবেকারে গড়ালে চরকেওয়ার ইউনিয়ন ৪-২ গোলের ব্যবধানে জয়লাভ করে।
মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিফা খানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মোঃ আবুজাফর রিপন বিপিএএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুজ্জামান আনিছ, ক্রীড়া সংগঠক নজরুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার খাদিজা পারভীন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম হিরো, মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আয়নাল হক স্বপন, আধারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেনসহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আবুজাফর রিপন খেলোয়াড়দের প্রশংসা করেন এবং বলেন, স্মার্ট ডিভাইসে আসক্ত না হয়ে খেলাধুলায় অংশগ্রহণ করুন।
পরে তিনি দ্বিতীয়বারের মতো ডিসি কাপ ফুটবল টুর্ণামেন্টে অংশগ্রহণ করার জন্য খেলোয়াড়দের প্রস্তুত থাকার আহ্বান জানান।