নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ জেলার সনদপ্রাপ্ত সকল নিকাহ রেজিস্ট্রারগণের দক্ষতা বৃদ্ধি, জবাবদিহিতা ও বাল্যবিবাহ নিরোধ নিশ্চিতকরণ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় মুন্সীগঞ্জ সদরে কাজী প্লাজায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা রেজিস্ট্রার মুন্সীগঞ্জ শেখ মহম্মদ হাবিবুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর সাব-রেজিস্ট্রার এ কে এম ফয়েজ উল্যাহ, সিরাজদিখান উপজেলা সাব-রেজিস্ট্রার মোহাম্মদ রমজান খান। মুন্সীগঞ্জ জেলা নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা কাজী মোঃ বিল্লাল হোসাইন এর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন জেলা রেজিস্ট্রার প্রধান সহকারী জাহিদুল ইসলাম, টঙ্গীবাড়ী উপজেলা নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান, কাজী সাইফুল ইসলাম, কাজী মুহাঃ আব্দুল কাইয়ুম, কাজী আহমাদ করিম, কাজী আনোয়ার হোসেন, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সামসুদ্দিন তুহিনসহ জেলার বিভিন্ন উপজেলার নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি ও নিকাহ রেজিস্ট্রারবৃন্দ।