নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে গতকাল শনিবার নতুন করে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ১৯০ জন। এদিকে এদিন সুস্থ হয়েছে ২৫ জন। এতে জেলায় করোনা জয়ীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭১৭ জনে। আর এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৫ জন। জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেছে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, জেলার ৬টি উপজেলার মধ্যে সদর উপজেলায় মোট ১৪২৩ জন, টঙ্গীবাড়ি উপজেলায় ২৭০ জন, সিরাজদিখান উপজেলায় ৫১২ জন, লৌহজং উপজেলায় ৩৮৯ জন, শ্রীনগর উপজেলায় ২৭৪ জন ও গজারিয়া উপজেলায় ৩৩২ জনের করোনা শনাক্ত হলো। তবে এদের মধ্যে সুস্থ হয়েছে সদর উপজেলায় ১ হাজার ১৪৭ জন, টঙ্গীবাড়ি উপজেলায় ২৩২ জন, সিরাজদিখান উপজেলায় ৪৩৬ জন, লৌহজং উপজেলায় ৩৫৯ জন, শ্রীনগর উপজেলায় ২৪৩ জন ও গজারিয়া উপজেলায় ৩০০ জন। জেলায় বর্তমানে হোম, হাসপাতাল ও অন্যান্য কোয়ারেন্টাইনে আছে ২ হাজার ৯১১ জন। এদিকে জেলা থেকে এ পর্যন্ত ১৪ হাজার ৬৯২টি নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ১৪ হাজার ৫২৮টি।