নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ জেলায় গতকাল সোমবার ২৪ ঘন্টায় নতুন করে ১৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলাতেই করোনা শনাক্ত হয়েছেন ৭১ জন। এছাড়াও টঙ্গীবাড়ীতে ৬ জন, সিরাজদিখানে ২৪ জন, লৌহজংয়ে ২ জন, শ্রীনগরে ১৬ জন, গজারিয়ায় ২২ জন। নতুন ১৪১ জন নিয়ে এই পর্যন্ত মুন্সীগঞ্জ জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৭৬৫ জন। এর মধ্যে মারা গেছেন ৭৫ জন ও সুস্থ হয়েছেন ৬ হাজার ১৩১ জন। গতকাল সোমবার মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য পাওয়া গেছে। জানা যায়, গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২১৬ জনের। এ পর্যন্ত মোট ৩২ হাজার ৩৫১টি নমুনা সংগ্রহ করে ৩২ হাজার ৫৩টি ফলাফল পাওয়া গেছে। করোনা শনাক্তদের মধ্যে রয়েছে মুন্সীগঞ্জ সদরে ৩ হাজার ৩ শত ৯৪ জন, টঙ্গীবাড়ীতে ৪ শত ৬৯ জন, সিরাজদিখানে ১ হাজার ৫৪ জন, লৌহজংয়ে ৫ শত ৭৮ জন, শ্রীনগরে ৭ শত ৪৫ জন, গজারিয়ায় ৫ শত ২৫ জন। করোনায় এ পর্যন্ত মোট মারা গেছেন মুন্সীগঞ্জ সদরে ৩৭ জন, টঙ্গীবাড়ীতে ১০ জন, সিরাজদিখানে ৯ জন, লৌহজংয়ে ৯ জন, শ্রীনগরে ৭ জন ও গজারিয়ায় ৩ জন।