নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্পের আয়োজনে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে নানা শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে এই কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলু রায়। ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে অন্যদের মাঝে আরো বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের ট্রেইনার মুফতি মোহাম্মদ সরওয়ার হোসাইন, বীর মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম হিরু, সিনিয়র সহকারী কমিশনার মো. শামীম মিঞা, ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্পের মিডিয়া কনসালটেন্ট মনিরুল হাসান আহমেদ, মুন্সীগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সমর কুমার ঘোষ, সাধারণ সম্পাদক নবীন কুমার রায়, মাওলানা মো. আবু জাফর, অতিশ দীপঙ্কর মেমোরিয়ালের অধ্যক্ষ বদন্ত করুনান্দ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মুন্সীগঞ্জ জেলার সভাপতি এ্যাড. অজয় চক্রবর্তী, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মাসুদ রানা প্রমুখ।
বক্তারা বলেন, মানুষের কল্যাণে কাজ করতে হবে। ধর্মকে নিয়ে ভেদাভেদ কাম্য নয়।