নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে উত্তম পদ্ধতি অনুসরণের মাধ্যমে নিরাপদ দুগ্ধজাত পণ্য উৎপাদন ও ত্বরান্বিতকরণ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় লৌহজং উপজেলার পদ্মা সেতুর কোল ঘেঁষা হক কিচেন এন্ড রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। রিক সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টের উপ-প্রকল্পটি জেলার মুন্সীগঞ্জ সদর, শ্রীনগর, সিরাজদিখান, লৌহজং ও টঙ্গীবাড়ী উপজেলার প্রায় ৭ শতাধিক খামারি ও গ্রামীণ ক্ষুদ্র উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি অর্জনে কাজ করে। এর মাধ্যমে এই ৫ উপজেলার খামারি ও উদ্যোক্তাদের পরিবেশ উন্নয়ন, আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান, ব্রান্ড শপ, উন্নত কারখানা, বায়োগ্যাস, দুধ পরিক্ষার উপকরণ প্রদান, বর্জ্য ব্যবস্থাপনা, উন্নতজাতের ঘাস চাষ, প্রাণিসম্পদ প্রদর্শনী, দুগ্ধজাত পণ্যের সনদায়ন ব্যবস্থা করা হয়।
সমাপনি সভায় রিক মুন্সীগঞ্জ জোনের জোনাল ম্যানেজার এমদাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম। রিক-এসইপি এর কারিগরি কর্মকতা ডাঃ কাজী বাহারুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেদোয়ান উল্লাহ, মুন্সীগঞ্জ জেলা স্যানেটারি ইন্সপেক্টর গাজী মোহাম্মদ আমিন, সকল উপজেলা স্যানিটারি কর্মকর্তা এবং শ্রীনগর উপজেলার লাইভস্টক অফিসার ডা. কামরুজ্জামানসহ বিভিন্ন উপজেলার লাইভস্টক অফিসার, দুগ্ধ খামারি এবং সফল উদ্যোক্তারা।