নিজস্ব প্রতিবেদক
গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর মুন্সীগঞ্জ সদর থানা ও ট্রাফিক পুলিশ কার্যালয় থেকে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় জেলা সার্কিট হাউজ কক্ষে উদ্ধার হওয়া এসব অস্ত্র ও গোলাবারুদসহ লুট হাওয়া বিভিন্ন সরঞ্জাম পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। এসময় জেলা পুলিশ সুপার আসলাম খাঁনসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্ধারকৃত এসব অস্ত্র ও গোলাবারুদসহ বিভিন্ন সরঞ্জামের মধ্যে রয়েছে রাইফেল, পিস্তল, শর্টগানসহ বিভিন্ন ধরনের মোট ১৪০টি আগ্নেয়াস্ত্র, ৩ হাজার ৯৩৪ রাউন্ড গোলাবারুদ। এছাড়াও উদ্ধার করা হয়েছে প্রায় ১ লক্ষ ৯ হাজার ৫০০ টাকার নগদ অর্থ ও পুলিশের পোষাক সামগ্রী।
সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্ণেল জুবায়ের মোহাম্মদ খালেদ হোসেন জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ থানা ও পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়ার পর স্বেচ্ছায় জমা দিয়েছেন অনেকে। এছাড়া একাধিক অভিযানে উদ্ধার করা হয়েছে অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম।
এদিকে একইদিন জেলার টঙ্গীবাড়ী থানা থেকে লুট হওয়া ৭৯টি আগ্নেয়াস্ত্র ও ৩ হাজার ৮৯১টি গোলাবারুদ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় অস্ত্র হস্তান্তরের কার্যক্রম পরিচালনা করেন সেনাবাহিনীর ক্যাপ্টেন রিফাত রহমান ও ক্যাপ্টেন চার্লস।