নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ভূমিহীন ও গৃহহীন ২৯টি পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার ঘর। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) স্নেহাশীস দাস স্বাক্ষরিত এক প্রেস নোটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
“বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় দেশের সকল ভূমিহীন ও গৃহহীন অর্থাৎ ‘ক’ শ্রেণির পরিবার পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে ৩য় পর্যায়ের ২য় ধাপে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৬টি, গজারিয়া উপজেলায় ১১টি, টঙ্গীবাড়ী উপজেলায় ৩টি, শ্রীনগর উপজেলায় ২টি, লৌহজং উপজেলায় ২টি, সিরাজদিখান উপজেলায় ৫টিসহ সর্বমোট ২৯টি গৃহের অবকাঠামো নির্মাণ কাজ চলমান রয়েছে। ২ শতাংশ জমির উপরে দ্বিকক্ষবিশিষ্ট ১টি রান্নাঘর ও টয়লেট এবং সামনে বারান্দাসহ প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২ লক্ষ ৫৯ হাজার ৫ শত টাকা। আগামীকাল বৃহস্পতিবার মাননীয় প্রধানমন্ত্রী ১ম ও ২য় পর্যায়ের ন্যায় ৩য় পর্যায়ের ২য় ধাপের নির্মিত গৃহসমূহ উপকারভোগী পরিবারের নিকট হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী সকল উপজেলা পরিষদ মিলনায়তন প্রান্তের সাথে গণভবন হতে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সরাসরি সংযুক্ত থাকবেন।