নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার জেলা সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এ প্রশিক্ষণে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবুজাফর রিপন বিপিএএ।
প্রশিক্ষণে বক্তারা বলেন, শুধুমাত্র আইন প্রয়োগ করে তামাক নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব। তাই তামাক উৎপাদন, বিপণন ও ব্যবহার কমাতে আমাদেরকে পারিবারিক পর্যায় থেকেই উদ্বুদ্ধকরণের মাধ্যমে দেশব্যাপী জনসচেতনতা তৈরি করতে হবে। তাহলেই ধূমপান ও তামাক ব্যবহার কমিয়ে এনে প্রধানমন্ত্রীর ঘোষণা ২০৪০ সালের মধ্যে ধূমপানমুক্ত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে।
তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ ও প্রচারের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মঞ্জুরুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদুল আলম। এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাছির উদ্দিন জুয়েল, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম পল্টুসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানগণ। প্রশিক্ষণে ধূমপান বা তামাকজাত দ্রব্য ব্যবহারের কুফল ও ভয়াবহ স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় রেখে টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভূমিকার বিষয়ে আলোকপাত করা হয়।