নিজস্ব প্রতিবেদক
জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর। গতকাল শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার। তিনি বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ৭ দিন ব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মো. শামসুল করিম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শামসুর রহমান, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন প্রমুখ।
মতবিনিময় সভায় জানানো হয়, মৎস্য ও মৎস্যজাত দ্রব্য বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি পণ্য। ২০১৯-২০ অর্থবছরে ৭০ হাজার ৯শত ৪৫ মেট্রিকটন মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানী করে ৩ হাজার ৯৮৫ কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে। এছাড়াও বাংলাদেশ থেকে গুণগত মানসম্পন্ন হিমায়িত চিংড়ি ও মৎস্যজাত পণ্য বিভিন্ন দেশে রপ্তানী করা হচ্ছে।