নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে ৩ দিন ব্যাপী জাতীয় পিঠা উৎসবের উদ্বোধন হয়েছে। গতকাল বুধবার বিকালে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন বিপিএএ। মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমির আঙ্গিনায় পিঠা উৎসব বসেছে। ২ই ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই পিঠা উৎসব হচ্ছে। পিঠা উৎসবে নারী উদ্যোক্তারা অংশ নিয়েছে। পিঠা উৎসবে ১০টি স্টল রয়েছে। চিতই পিঠা, ভাপা পিঠা, দুধ পুলি পিঠা, ফরিদপুরের খেজুরের রসে ভিজা পিঠা, খাস্তা পিঠা, ছিট রুটি পিঠা, হাঁসের মাংস, সেমাই পিঠা, শামুক পিঠা, জামাই পিঠাসহ নানা মুখরোচক খাবার মিলছে এসব স্টলগুলোতে। প্রথম দিন সন্ধ্যার পরই পিঠাপ্রেমীদের উপচে পড়া ভিড় ছিল স্টলগুলোতে। এর আগে জেলা প্রশাসক মোঃ আবুজাফর রিপন পিঠার স্টল পরিদর্শন করেন।