নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে গতকাল বুধবার নতুন করে কোন করোনার রিপোর্ট আসেনি। গত মঙ্গলবার পর্যন্ত প্রাপ্ত রিপোর্টে জেলায় সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ১১৫ জন। তবে গতকাল বুধবার করোনা থেকে সুস্থ হয়েছে ১২ জন । এতে জেলায় করোনা জয়ীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬৬০ জনে। আর এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৫ জন। জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেছে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, জেলার ৬টি উপজেলার মধ্যে সদর উপজেলায় মোট ১৩৮৫ জন, টঙ্গীবাড়ি উপজেলায় ২৬৮ জন, সিরাজদিখান উপজেলায় ৫০০ জন, লৌহজংয়ে ৩৭৮ জন, শ্রীনগর উপজেলায় ২৬৯ জন ও গজারিয়া উপজেলায় ৩১৫ জনের করোনা শনাক্ত হলো। তবে এদের মধ্যে সুস্থ হয়েছে সদর উপজেলায় ১ হাজার ১১৩ জন, টঙ্গীবাড়ি উপজেলায় ২৩২ জন, সিরাজদিখান উপজেলায় ৪৩৬ জন, লৌহজংয়ে ৩৪৬ জন, শ্রীনগর উপজেলায় ২৪৩ জন ও গজারিয়া উপজেলায় ২৯০ জন। জেলায় বর্তমানে হোম, হাসপাতাল ও অন্যান্য কোয়ারেন্টাইনে আছে ২ হাজার ৮৬০ জন। এদিকে জেলা থেকে এ পর্যন্ত ১৪ হাজার ৪৯৯টি নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ১৪ হাজার ১৮৩টি।