নিজস্ব প্রতিবেদক
সারা দেশের ন্যায় মুন্সীগঞ্জে গতকাল মঙ্গলবার গণটিকার ২য় ডোজ দেওয়া হয়েছে। জেলার ৬টি উপজেলার ৪৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় কোভিড-১৯ টিকার এই ডোজ একযোগে দেওয়া হয়। তবে মিরকাদিম পৌরসভা ইউনিয়নের আওতায় টিকা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার এ জেলায় ২য় ডোজ টিকার প্রথম দিন নিয়েছেন ৩০ হাজার মানুষ। মঙ্গলবার সকাল থেকেই স্কুল-কলেজ, মাদরাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে গণটিকার কেন্দ্র করা হয়। বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, কোথাও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। মানুষের চাপ সামলানো যাচ্ছে না। প্রতিটি ইউনিয়নে ৬০০ জনকে টিকা দেওয়া হচ্ছে। এছাড়া সদর পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে ২০০ জন করে ২য় ডোজের টিকা পাচ্ছেন। মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন। প্রথম দিনে ২য় ডোজে আমাদের টার্গেট ৩০ হাজার মানুষকে টিকা দেওয়া। ৪৭টি ইউনিয়নের প্রতিটিতে ৬০০ জন করে টিকা দেওয়া হয়। এছাড়া সদর পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে ২০০ জন করে দেওয়া হয়েছে। মিরকাদিম পৌরসভার টিকা ইউনিয়নের আওতায় এ টিকা দেওয়া হয়েছে।