নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে গতকাল বৃহস্পতিবার ঢাকা থেকে নতুন কোন রিপোর্ট মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসে আসেনি। এতে নতুন করে কারো শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে কিনা তা জানা যায়নি। তবে এদিন করোনা থেকে সুস্থ হয়েছে ১৪ জন। এতে জেলায় করোনা জয়ীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫৮৬ জনে। জেলায় সর্বশেষ আক্রান্তের সংখ্যা ৩ হাজার ২০ জন। আর এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৩ জন। জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেছে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, জেলার ৬টি উপজেলার মধ্যে সদর উপজেলায় ১৩২৮ জন, টঙ্গীবাড়ি উপজেলায় ২৬৪ জন, সিরাজদিখান উপজেলায় ৪৮৫ জন, লৌহজংয়ে ৩৭২ জন, শ্রীনগর উপজেলায় ২৬০ জন ও গজারিয়া উপজেলায় ৩১১ জনের এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়েছে সদর উপজেলায় ১০৫৪ জন, টঙ্গীবাড়ি উপজেলায় ২৩২ জন, সিরাজদিখান উপজেলায় ৪৩৬ জন, লৌহজংয়ে ৩৩১ জন, শ্রীনগর উপজেলায় ২৪৩ জন ও গজারিয়া উপজেলায় ২৯ জন। জেলায় বর্তমানে হোম, হাসপাতাল ও অন্যান্য কোয়ারেন্টাইনে আছে ২৭৫২ জন। এদিকে জেলা থেকে এ পর্যন্ত ১৪ হাজার ৬৮টি নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ১৩ হাজার ৭৫২টি।