নিজস্ব প্রতিবেদক
গতকাল সোমবার মুন্সীগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় মুন্সীগঞ্জ সদর উপজেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ভিডিও কলের মাধ্যমে কমিউনিটি সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে তথ্য অফিসার দীপক চন্দ্র দাসের সভাপতিত্বে ভিডিও কলে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের উপ-পরিচালক (মহিলা ও সমন্বয়) ফাহিমা জাহান।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে ডেঙ্গু, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিশুকে মাতৃদুগ্ধ দান, শিশু ও নারীর অধিকার, শিশুর যথাযথ বিকাশ, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, জন্ম নিবন্ধন, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ, পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা ও দুর্যোগকালীন নারী ও শিশুর সচেতনতা, জেন্ডার সমতা, নিরাপদ মাতৃত্ব, বাল্যবিবাহ, ইভটিজিং ও পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে উন্মুক্ত আলোচনা করেন। অনুষ্ঠানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শাহনাজ আকতার, একাডেমিক ইনচার্জ মোঃ নাসির উদ্দীন, ইন্সট্রাক্টর মোঃ ওহিদুজ্জামান ও মোঃ ওমর ফারুকসহ প্রায় শতাধিক নারী ও পুরুষ প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।