টেকসই বাংলাদেশ বিনির্মাণে তরুণদের সবুজ-দক্ষতা বৃদ্ধির আহ্বান
নিজস্ব প্রতিবেদক
“টেকসই বিশ্ব বিনির্মাণে চাই তারুণ্যের জন্য সবুজ দক্ষতা” -এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে মুন্সীগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) মুন্সীগঞ্জের অনুপ্রেরণায় গঠিত ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) ও অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) সমূহের আয়োজনে একটি মানববন্ধনের মাধ্যমে দিবসটি উদযাপিত হয়। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সনাক সভাপতি মোঃ ফজলুর রহমান। স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করে ‘স্মার্ট বাংলাদেশ’ তথা ‘স্মার্ট মুন্সীগঞ্জ’ গঠনের জন্য তিনি যুবশক্তিকে কাজে লাগিয়ে দেশ ও সমাজের ইতিবাচক পরিবর্তন আনয়নের আহ্বান জানান। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে তরুণদের সবুজ-দক্ষতায় দক্ষ করে তোলার বিকল্প নেই উল্লেখ করে টেকসই ও পরিবেশবান্ধব বাংলাদেশ বিনির্মাণে কর্মসংস্থানের ক্ষেত্রে সর্বাগ্রে সেটি নিশ্চিতের আহ্বান জানান সনাক সহ-সভাপতি এ্যাডভোকেট পাপিয়া আক্তার। পাশাপাশি যুব সমাজ ও সম্ভাবনা বাঁচিয়ে রাখতে তাদেরকে মাদকাসক্তি হতে দূরে রাখার আহ্বান জানান মুন্সীগঞ্জ পৌরসভার কাউন্সিলর আবু সাত্তার মুন্সী এবং হিরণ-কিরণ থিয়েটার মুন্সীগঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর আলম ঢালী।
টিআইবি ও সনাক মুন্সীগঞ্জের সহযোগিতায় অনুষ্ঠিত মানববন্ধনে যুব দিবস-২০২৩ এর দাবিসমূহ উপস্থাপন করেন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল এসিজি’র সমন্বয়ক মোঃ জনি হোসেন এবং সহ-সমন্বয়ক মাশফিক শিহাব। এসময় উপস্থিত ছিলেন সনাক সদস্য মুহাম্মদ নুরুন্নবী মুন্না, এ্যাডভোকেট রফিকুল ইসলাম, এ্যাডভোকেট শাহআলম, মোঃ হোসেন সোহেল, ফরিদা ইয়াসমিন, দৈনিক রজতরেখার বার্তা সম্পাদক গোলাম আশরাফ খান উজ্জ্বল, উন্নয়ন কর্মী মিলয় মিয়া প্রমুখ। এছাড়াও মানববন্ধনে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীবৃন্দ, মুন্সীগঞ্জের ইয়েস ও এসিজি সদস্যবৃন্দ, সাংস্কৃতিক কর্মীবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।