নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে ‘অভিবাসন ঋণ বিষয়ক অভিযোগ নিষ্পত্তির বাঁধাসমূহ ও তা উত্তরণের উপায়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় মুন্সীগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ২য় তলায় ফেরত আসা অভিবাসীদের ঋণ মধ্যস্থতা ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রকল্পের আয়োজনে এই মতবিনিময় সভায় নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে। মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি এম. জামাল হোসেন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মো. এ বি এম আবদুল হলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ আল জুনায়েত। এছাড়া অন্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন ডিমোর এডি মোহাম্মদ রফিকুল ইসলাম, ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পরিচালক জেসিকা খাতুন, আইওএম এর জাতীয় প্রোগ্রাম অফিসার লুৎফর কবির, মহিলা পরিষদের মুন্সীগঞ্জ জেলার সভাপতি এ্যাড. নাসিমা আক্তার, সাংবাদিক মাসুদ রানা, এ্যাড. নাজমা আক্তার নীরা, মা ও শিশু কল্যাণ কেন্দ্র মুন্সীগঞ্জের পরিবার কল্যাণ পরিদর্শিকা সাজতারা আক্তার, দুবাই ফেরত বোরহান শরীফ, লেবানন ফেরত মনোয়ারা প্রমুখ। মতবিনিময় সভায় অতিথিবৃন্দ অভিবাসন ঋণ বিষয়ক অভিযোগ নিষ্পত্তির বিষয়ে মত প্রকাশ করেন এবং করণীয় বিষয়ে বক্তব্য রাখেন। অভিবাসীদের সহজ প্রক্রিয়ায় ঋণ দেওয়ার কথা বলেন।