নিজস্ব প্রতিবেদক
গত রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পাতক্ষীরের জিআই স্বীকৃতি চেয়ে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) বরাবর আবেদন করেছে জেলা প্রশাসক মোঃ আবুজাফর রিপন বিপিএএ।
এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন অনুসরণ করে মুন্সীগঞ্জের পাতক্ষীরের জিআই স্বীকৃতির উদ্যোগ নিয়েছি। পাতক্ষীর মুন্সীগঞ্জ জেলার পরিচিতি ও সংস্কৃতির সাথে জড়িয়ে আছে। পরবর্তীতে আড়িয়াল বিলের মিষ্টিকুমড়া, লৌহজংয়ের কাঠের ঘরসহ অন্যান্য পণ্যের জিআই স্বীকৃতির জন্য কাজ করার ইচ্ছা প্রকাশ করেন জেলা প্রশাসক মোঃ আবুজাফর রিপন। পাতক্ষীরের জিআই আবেদন প্রক্রিয়ায় সহযোগিতা করার জন্য দেশি পণ্যের ই-কমার্স উদ্যোক্তাদের তিনি ধন্যবাদ জানান।
এসময় প্রেস ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুল আলম, সহকারী কমিশনার ওমর শরীফ ফাহাদ, আলিয়া’স কালেকশনের স্বত্ত্বাধিকারী জেনিস ফারজানা তানিয়া, আওয়ার শেরপুর এর স্বত্ত্বাধিকারী মোঃ দেলোয়ার হোসেন, দোলা রোদেলা বুটিকস এর স্বত্ত্বাধিকারী আইরিন আক্তার রিতা, নবান্নের স্বত্ত্বাধিকারী লাবণী আক্তার, শাম্মী’স ড্রিমসের স্বত্ত্বাধিকারী শামীমা নাসরিনসহ বিশিষ্টজনরা।