বিনোদন ডেস্ক
‘পানি লাগবে কারো, পানি?’ কথা শুনলেই চোখের সামনে ভেসে উঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধর মুখটি। ছাত্র-জনতার যৌক্তিক আন্দোলনে পানি বিতরণ করতে করতে প্রাণ দিয়েছিলেন তিনি। এবার সেই মুগ্ধকে নিয়েই তৈরি হচ্ছে একটি প্রামাণ্যচিত্র। এটি নির্মাণ করছেন সুজন আহমেদ। প্রযোজনায় আছেন সৈয়দ আশিক রহমান।
নির্মাতা সুজন বলেন, মীর মুগ্ধ জীবন দিয়ে আমাদের শিখিয়ে গেছেন, কীভাবে ন্যায়ের পক্ষে থাকতে হয়। কীভাবে সত্যিকারের মানুষ হয়ে ওঠা যায়। প্রামাণ্যচিত্রটি নির্মাণের আগে মুগ্ধর পরিবারের অনুমতি নিয়েছি।
তিনি আরও বলেন, চিত্রনাট্য রচনার পরেও তাদের দেখিয়েছি। এরই মধ্যে শুটিং শেষ হয়েছে। এবার মুগ্ধর মা-বাবা ও ভাইকে সিনেমাটি দেখাতে চাই। তারা অনুমতি দিলেই আমরা প্রামাণ্যচিত্রটি মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেব।
প্রসঙ্গত, এরই মধ্যে প্রামাণ্যচিত্রটির শুটিং শেষ হয়েছে বলে জানা গেছে। এখন চলছে সম্পাদনার কাজ।