মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজুর রহমানের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলিজনিত কারনে ২৪ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ “বিজয়” সভাকক্ষে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রতিষ্ঠানের আয়োজন বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিদায় সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক ও মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজুর রহমান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহাদৎ হোসেন মোল্যার সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মোঃ শওকত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুল কাইয়ুম শরীফ, অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম, হাওলাদার মোঃ একরাম, প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মণ্ডল, অচিন্ত কুমার বিশ্বাস, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মোঃ লুলু হোসেন মুন্সী, মনিমোহন মন্ডল, মোঃ গোলাম মওলা, সুপার মোঃ ওয়াহিদুজ্জামান, অজিত কুমার বিশ্বাস ও সহকারি শিক্ষক নুরুল আলম প্রমূখ।