মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
“নেশামুক্ত সমাজ চাই, সুস্থ জীবন গড়তে চাই, মাদক ব্যবসা করে যারা জনগণের শত্রু তারা” -এই শ্লোগানের ভিত্তিতে মুকসুদপুরে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে ক্রিয়েটিভ সোসাইটি বাংলাদেশ, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সোসাইটি, মুভমেন্ট ফর এনলাইনমেন্ট টিভি চ্যানেলের আয়োজনে মুকসুদপুর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে বাটিকামারি স্কুল এন্ড কলেজ মাঠ থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলু। ক্রিয়েটিভ সোসাইটি বাংলাদেশের সভাপতি আসমা খানমের সভাপতিত্বে এবং কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের প্রভাষক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান, মুকসুদপুর কলেজের সাবেক অধ্যক্ষ তৌহিদুল হক বকুল, সাহিত্যিক ও নাট্যকার আবুল কালাম আজাদ, বাটিকামারি স্কুলের সাবেক প্রধান শিক্ষক আব্দুল আজিজ প্রমুখ।