মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : “তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে” এই শ্লোগানের ভিত্তিতে জাতীয় ভোটার দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে গতকাল রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ বিজয় সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং উপজেলা নির্বাচন অফিসার মোঃ জুয়েল আহম্মেদের সঞ্চালনায় সভায় বক্তব্য উপজপলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন, উপজেলা কৃষি অফিসার মোঃ বাহাউদ্দীন শেখ, উপজেলা যুব উন্নয়ন অফিসার সায়াদ উদ্দিন, মুকসুদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ছিরু মিয়া ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলাম প্রমুখ। আলোচনা সভার পূর্বে একটি র্যালি উপজেলা চত্বরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।