মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের বাস্তবায়নে এবং মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ১৭ জুন শনিবার দুপুর ১২টায় কমপ্লেক্সের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ খায়রুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রানী বিশ্বাস দূর্গা।বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ জাহিদুল ইসলাম সাগর, মুকসুদপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি সরদার মুজিবুর রহমান।
এ সময়ে জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠের সম্পাদক ও মুকসুদপুর প্রেসক্লাবের সহ- সভাপতি শহিদুল ইসলাম শহিদ, দৈনিক ভোরের কাগজের মুকসুদপুর উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলাম, সাপ্তাহিক বাংলার নয়নের নির্বাহী সম্পাদক ও মুকসুদপুর প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক তারিকুল ইসলাম,দৈনিক আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের প্রচার সম্পাদক মো: দেলোয়ার হোসেন, দৈনিক কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি পরেশ বিশ্বাস, সাপ্তাহিক মধুমতি কন্ঠের সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ হাফিজুর রহমান লেবু সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন আগামী ১৮জুন সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সারাদেশের ন্যায় মুকসুদপুর উপজেলার ৫১টি কেন্দ্রে ও ২০৪ টি সেন্টারে মোট ৪৯ হাজার ৭শত ২৭ জন ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ‘এ’ প্লাস ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন।