মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : ২০২৪-২০২৫ খরিদ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে মুকসুদপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়র উদ্দিন মোল্লা কার্যক্রমের উদ্বোধন করেন।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদের সরকার। এসময় আরও উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার মোঃ বাহাউদ্দিন শেখ, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মুনমুন সাহা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আয়েশা সিদ্দিকা, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলাম, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক কাইয়ুম শরীফ, উপজেলা সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার মিজানুর রহমান ও উপজেলা উপ-সহকারী উদ্ভিদ ও সংরক্ষণ কর্মকর্তা রুহুল কুদ্দুস আহমেদ প্রমুখ।
উপজেলার ১টি পৌরসভা ও ১৬টি ইউনিয়নের মোট ১৩৫০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে প্রত্যেক কৃষককে ১ কেজি তুষা পাটের বীজ, ৫ কেজি ডিএফপি সার ও ৫ কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এর পূর্বে প্রধান অতিথি ফরিদপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়র উদ্দিন মোল্লা উপজেলার মহারাজপুর ইউনিয়নের খালসিকান্দা গ্রামে একটি সবজি ও একটি পেঁয়াজের মাঠ পরিদর্শন করেন।