কাজী পাপড়ী, মুকসুদপুর (গোপালগঞ্জ) : লাইফ স্টাইল,হেলথ এডুকেশন এন্ড প্রমোশন স্বাস্থ্য শিক্ষা বুরো,স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজনে এবং মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাস্তবায়নে ৮ নভেম্বর বুধবার সকাল ১০ টায় স্বাস্থ্য কমপ্লেক্স রুমে কোভিড-১৯ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে সভায় কোভিড-১৯ প্রতিরোধ করণীয় বিষয় মুল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসাে ডা: দীপ সাহা। সভায় বক্তব্য রাখেন সাপ্তাহিক বাংলার নয়নের সম্পাদক শহিদুল ইসলাম বেলায়েত,পাক্ষিক মুকসুদপুর সংবাদের সম্পাদক হায়দার হোসেন, মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম,সদস্য মো: হাফিজুর রহমান লেবু,উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ রিংকু রানী মালো ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের ইমাম মাওলানা হাফেজ মো: মনিরুজ্জামান প্রমূখ।
অবহিতকরণ সভায় অংশ নেন স্থানীয় জন প্রতিনিধি,সাংবাদিক,স্বাস্থ্য কর্মী ও মসজিদের ইমামগণ।