মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
মুকসুদপুর উপজেলায় কৃষি অফিস কর্তৃক ২০২২-২৩ অর্থবছরে গম, ভূট্টা, সরিষা, মসুর ও খেসারী ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কৃষকের ভাগ্য সুপ্রসন্ন করতে অল্প জমিতে অধিক ফলন পাওয়ার লক্ষ্যে উপজেলার ১টি পৌরসভা ও ১৬টি ইউনিয়নের ২ হাজার ৪শত ৬০ জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার সহায়তা বাবদ গম বীজ ২০ কেজি, ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি, সরিষা বীজ ১ কেজি, ভূট্টা বীজ ২ কেজি, মসুর বীজ ৫ কেজি, চিনাবাদাম ৮ কেজি, মুগ ৫ কেজি, খেসারী বীজ ৮ কেজি করে বিতরণ করা হয়েছে।
মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার সাহা, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ খাইরুল ইসলাম পাভেল ও সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ রুহুল কুদ্দুস আহম্মেদ প্রমুখ।